সর্ব ইউ. আ’লীগের সাবেক নেতৃত্ব নিয়ে কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মন্তব্যে তীব্র প্রতিবাদ

১৫ই আগস্ট ২০২০, এক অনলাইন আলোচনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সফল নেতৃত্বকে “ বুড়ো অথর্ব “ উল্লেখ করে নজরুল- মজিবুরের নেতৃত্ব , বিশেষ করে ,নজরুল ধ্বংসপ্রায়  আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন বলে মন্তব্য করেন ! যা পুরোপুরি সত্যের অপলাপ  ছাড়া কিছু নয় বলে এক বিবৃতিতে উল্লেখ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ৭৫` পরবর্তী  দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দ ।

বিবৃতিতে , জনাব আব্দুল গাফফার চৌধুরীকে স্বাধীনতার পক্ষ শক্তির একজন শক্তিশালী কলাম লেখক হিসাবে উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন , অনাহুত ও অনাকাঙ্ক্ষিতভাবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের অত্যান্ত জনপ্রিয়  সাবেক সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত ও সাবেক সাধারন সম্পাদক , বর্তমান উপদেষ্টা জনাব এম এ গনিকে  “ বুড়ো ও অথর্ব নেতৃত্ব “ বলে প্রকাশ্যে গালি বা নিন্দা করে , যা  সমগ্র ইউরোপের নেতা –কর্মিদের হৃদয়ে আঘাত করছে ।

শ্রী অনিল দাস গুপ্ত ও এম এ গনি , দীর্ঘপ্রায় ১৮ বছর দক্ষতার সাথে হাজার নেতা-কর্মির তীর্থস্থান বা লীলাভূমি  ইউরোপে জম-জমাট  আওয়ামী লীগ উপহার দিয়েছেন কিন্তু কোনদিন অর্থনৈতিক লেন-দেনের মতো জঘন্য অভিযোগ পাওয়া যায়নি ! বিএনপি –জামাত-শিবির  অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেননি ! সেই নির্মোহ নেতৃত্বের প্রতি  এহেন মন্তব্যে অত্যান্ত দুঃখজনক , অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ।

নেতৃবৃন্দরা  বিবৃতিতে বলেন , পূর্বাপর রাজনৈতিক পরিচয়হীন  , অর্থলিপ্সু , বিএনপি –জামাত –শিবিরের পৃষ্ঠপোষকতাকারী অর্থশিক্ষিতদের নিয়ে সমগ্র ইউরোপের সকল দেশে আওয়ামী লীগ  যখন বিপর্যস্ত , মাত্র এক বছর সময়ে একটি টুইটুম্বুর দলকে জামাত-বিএনপির হাটে পরিনত করেছে ! তখন ত্যাগীরা দলকে সুসংগঠিত করার লক্ষে ঘুরে দাঁড়িয়েছে , ঠিক সেই সময়ে  একটি উল্টো মন্তব্য – দুরভিসন্ধিমূলক বৈকি ?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিতসপ্নের  সোনার বাংলা গড়ার  অদম্য কারিগর , দেশরত্ন শেখ হাসিনার অর্জনগুলোকে ধ্বংস করার নিমিত্তে, চিরচেনা স্বাধীনতা বিরোধীদের নতুন কোন পায়তারা কিনা , তা আজ বড় প্রশ্ন ?

অতএব , জনাব গাফফার চৌধুরীর এমন অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্যের  তীব্র  প্রতিবাদ জানাই এবং তা থেকে বিরত থাকার আহবান জানাই ।

একইসাথে নেতৃবৃন্দরা , জামাত-বিএনপি- ফ্রিডম পার্টির চারণক্ষেত্র তৈরী হোতাদের হীন উদ্দেশ্য যে কোন মূল্যে প্রতিহত করার অঙ্গিকার ব্যাক্ত করেন ।

বিবৃতিতে স্বাক্ষর করেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  জনাব  কে এম লোকমান হোসেন ( ইতালী ) , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকী ( ফ্রান্স ) , প্রবাসী কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া জার্মানী । তুরস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স ।

আয়ারল্যান্ড > আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি খোন্দকার মোনায়েম রানা , প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান , ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক অলক সরকার ।

অস্ট্রিয়া > অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম পাকন , অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফরহাদ , সাধারন সম্পাদক রানা বখতিয়ার , বঙ্গবন্ধু পরিষদের  সভাপতি রবিন মোঃ আলী , যুবলীগের সভাপতি বাবূ ইয়াসিন মিয়া ।

বেলজিয়াম > বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু , সাধারন সম্পাদক মনির হোসেন পলিন , বেলজিয়াম , সিনিয়র যুগ্ম  সম্পাদক আব্দুস ছালাম , সহ সভাপতি রফিকুল ইসলাম ও  ফারুক খান মজলিস    ।

ডেনমার্ক > ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা , সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ , সহ সভাপতি জাহিদ চৌধুরী , মোঃ শহীদ , সিনিয়র যুগ্ম সম্পাদক সামি দাস ।

ফ্রান্স > ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম , সহ সভাপতি এস এ শহীদ  তাহের ভার , সহ সভাপতি জিয়াউল হক নাসির , সহ সভাপতি আব্দুল খালেক , সহ সভাপতি আবেদীন মিয়া , সহ সভাপতি  জসিম উদ্দিন ফারুক  । ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ আলী , সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু , যুগ্ম সম্পাদক হাসান সিরাজ ।   

ফিনল্যান্ড > ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির , সাধারন সম্পাদক শাখায়াত হোসেন , সহ সভাপতি পলাশ কামালী   । 

জার্মানী > আওয়ামী লীগের সিনিয়র নেতা আনোয়ারুল কবির , ,  মিজানুর খান , হাফিজুর রহমান আলম , সাবেক সাধারন সম্পাদক আবু জাফর স্বপন , খালেদ ইসলাম , সেলিম ভুইয়া ,  বার্লিন আওয়ামী লীগের  সভাপতি মাসুদুর রহমান  ।  

গ্রীস > গ্রীস আওয়ামী লীগ নেতা রাকিব মৃধা , রুবেল আহম্মেদ , জাকির হোসেন , গ্রীস আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ . এম রফিকুল ইসলা নান্টূ । 

পুর্তগাল >  পুর্তগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ , সাধারন সম্পাদক শওকত ওসমান , মিজান মোল্লা   ।  

নেদারল্যান্ড > নেদারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাঈদ ফারুক ,  ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমদাদ হোসেন , সহ-সভাপতি জনাব ইমরান হোসেন, সম্মানিত সহ-সভাপতি জনাব সন্দীপ কুমার দাশ, যুগ্ম-সাধারন সম্পাদক শ্যামল শীল, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন ।

স্পেন > স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা , সাবেক সভাপতি শাকিল খান পান্না ,  সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন ,  সভাপতি মোঃ বোরহান উদ্দিন ,  যুগ্ম সম্পাদক আব্দুর রহমান , যুবলীগের আহবায়ক ইফতেখার আলম ।

সুইজারল্যান্ড > সুইজারল্যান্ড আওয়ামী লীগের  সভাপতি তাজুল ইসলাম , সহ সভাপতি জাহানার বাশার  ।

সুইডেন > সুইডেন  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিটন , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ বারী , আবিদ খান ,  প্রচার সম্পাদক ইউসুফ আলী খান রতন , উপ প্রচার সম্পাদক আবছার আহম্মেদ  ,  যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান ।————প্রেস বিজ্ঞপ্তি , রোম /প্যারিস :