মানুষের কল্যাণে কাজ করেছেন সরকার -সমাজ কল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি বলেছেন,এ সরকার মানুষের কল্যাণে কাজ করছেন। এ সরকার  সামাজিক নিরাপত্তা বেস্টনি সরকার। বিগত সরকার এধরনের দৃশ্যমান কাজ করেননি।
সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় অতিরিক্ত বরাদ্দে বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণের শুভ উদ্বোধনকালে মোবাইল ফোনে  প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদ হলরুমে নতুন বহি বিতরণে মন্ত্রী আরো বলেন,সামজিক নিরাপত্তা বেস্টনি কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। করোনা ভাইরাসের দুদিনে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি,দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকার। তিনি সবাইকে এ মহামারীতে সবাইকে ধৈয্য ধারন করে মোকাবেলার আহব্বান জানান।
ভাদাই ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডলের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ২৭ হাজার ৬শ ৯৬ জন সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় সুবিধা ভোগ করছেন। শতভাগ ভাতাভোগির আওতায় আদিতমারী,কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলাকে আনা হয়েছে বলেও জানানো হয়েছে।