যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে অংশ নেয়া সেই ৮ কিশোর শ্যোন অ্যারেস্ট


যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় অভিযুক্ত ৮
বন্দি কিশোরকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এই ৮ জনই কিশোর উন্নয়ন
কেন্দ্রে অন্তরীণ রয়েছে। এরা হত্যা-ধর্ষণসহ গুরুতর নানা অপরাধে অভিযুক্ত।

মামলার তদন্ত র্কমর্কতা যশোররে চাঁচড়া ফাঁড়রি ইনচার্জ পরর্দিশক
রকিবুজ্জামান বন্দি থাকা আট কিশোরকে শ্যোন অ্যারস্টেরে জন্য রোববার
আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এই ৮ বন্দিা হলনে, চুয়াডাঙ্গার
আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসনে ও মোহাম্মদ
আলী, পাবনার ইমরান হোসনে ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে
পলান ও কুড়িগ্রামের রিফাত আহমদে।

এদিকে সমাজ কল্যাণ মন্ত্রনালয় ৩ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করেছে তারাও
যশোরে কাজ শুরু করেছেন। এই টিমের প্রধান যশোরের অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মো. আবুল লাইছ জানান, তারা ঘটনার ব্যাপারে জানতে কারাগারে
আটক শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ জন্য তারা
সোমবার ১৭ আগস্ট আদালতে আবেদন করেছেন। আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করা
হবে।