খেলাঘর ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ‘বাঙ্গালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা, বিরুদ্ধ শক্তির প্রতিকারে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন খেলাঘরের সহ-সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সুব্রত বিশ্বাস। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী। প্যানেল আলোচক ছিলেন, প্রেসকাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। ঢাকা থেকে অনলাইনে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু। সঞ্চলনা করেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রভাষক জাকিউল মাওলা সুমন।
বক্তব্য রাখেন, সমকালের সাংবাদিক সেলিম সরদার, খেলাঘরের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তুফান, খেলাঘরের এম এম ইমরান।