আজ ১৫ আগস্ট শোকে স্তব্ধ জাতি দেশ ও বিশ্বজগত,
মহাকালের উদিয়মান সূর্যের নতুন কিরণ থেকে রক্ত ঝরে পড়ছে ক্লান্ত!
তুমি স্বধীনতার মহানায়ক তবুও তোমার বুকে ঘাতকরা অসংখ্য গুলি চালালো,
তাই বেদনার বিধুর শোকে ক্ষত-বিক্ষত জাতি ও বাংলার আকাশ বিষাদে লাল!
আজ তোমার পরিশুদ্ধ রক্তের ইতিহাসই দেশপ্রেমর অমরত্ব প্রাণশক্তি।
তুমি ছিলে সময়ের উপযোগী নিপুণ দক্ষ ও আর্দশ আর সভ্যতার কর্মে বাঙ্গালীর দেশপ্রেমর বার্তা মুক্তি,
এই অবিচ্ছেদ্য মৃত্তিকার অবিস্মরণীয় ভালোবাসার মানবতায় তুমি বিদগ্ধ মানব দরদী,
তোমার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহমান অনাগত নতুন ফুল ফল আর বিস্তীর্ণ ফসলের মাঠ ও নদী।
জীবন ও মানবতার অন্তরঙ্গ বন্ধু তুমি সভ্যতার চেতনার বিদগ্ধ চৈতন্য!
তোমার ধৈর্যশীল বিপ্লবী জীবনের রক্ত বীজই দেশপ্রেমে ন্যায়পরায়ণ অনন্যা।
অহম দ্বন্দ্বকে ভাঙ্গে আর সময়কে সাহসী করে তুলেছো তুমি বাস্তব সংগ্রামী।
মানবতার জিঘাংসায় জাতির প্রথম মুক্তি ও বিজয় মিছিলে সফল বীর তুমি,
বাংলার বিশোধন রূপকার ও হাজার বছরের প্রতিধ্বনি
অধিকারের দাবীতে সম্পদ ও বস্তুবন্টনের সাম্য বার্তা তোমার নিপুণ বাণী।
তুমিই গ্রাম ও নগরের উদ্যানে প্রথম বসন্ত পাখির গান সূর্যের আলোকিত সকাল।
কে বলে তুমি নেই? কে বলে মুজিব মৃত? তুমিতো অমর সমায়ের জাগরণে দক্ষ চৈতন্যের স্পন্দন আলো।
তুমিতো যুদ্ধে রণাঙ্গনে স্বার্থবাদ বিরোধী ন্যায়ের পক্ষে মহাযোদ্ধা ও মহা-সৈনিক,
কঠিন প্রতিবাদ প্রতিরোধ ও মুক্তির শ্লোগানে স্বাধীনতার বিজ্ঞ বিবেক।
অশুভ রাজনীতির অশনি দেয়াল ভাঙ্গা এক দূর্বার ও সাহসী আর ন্যায়পরায়ণ-নীতি।
তুমিই প্রশান্ত দেশপ্রেম জাতির ক্ষুধামুক্তির প্রথম বার্তা শ্রমজীবী সাম্য প্রীতি,
বিভীষিকার শোষণভাঙা ও সমকালের নতুন চেতনায় আগামী বিকাশ কর্ম প্রগতি,
জাগ্রত মাটির বুকে তোমার সর্বাঙ্গ দেশপ্রেমের রক্ত যুদ্ধ করে অবিরাম সংগ্রামী।
তোমার আর্দশ ও সভ্যতা থেকেই জেগে উঠবে আগামী দেশপ্রেম উত্তরসূরী,
নতুন দিনের সদ্য সংস্কার তুমি বৃহৎ বিপ্লবের আহবান চেতনায় কালে কালে নির্মাণ সুদূর।
কে বলে তুমি নেই? কে বলে মুজিব মৃত? তুমিতো দেশপ্রেম ইতিহাসে অমর!
এই মাটি আর বিশ্ব মানবতার উদ্ভাসিত মহা-ঐক্যে তুমিই মানবতার নতুন সংস্কার।
তুমি মহাকালের মহানায়ক তুমিই মহা-সংগ্রামের ইতিহাস অক্ষয় অশেষ,
তুমি আছো তুমি থাকবে তুমি ছিলে চিরকাল এই বাংলার হৃদয় স্পন্দন ধ্বনিতে বিদগ্ধ বিশ্বাস।