নাটোরে টাইম বোমা সদৃশ্য বস্তু আসলে বোমা নয়!

নাটোর প্রতিনিধি
নাটোরে পরিত্যাক্ত অবস্থায় টাইম বোমা সদৃশ্য বস্তু পুলিশ উদ্ধার করলেও আসলে সেটি প্রকৃত বোমা নয়। রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিট আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে এই মন্তব্য করেছেন।
এরআগে বুধবার বিকেলে শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় টাইম বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পুলিশ।পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট রাতেই নাটোর সদর থানায় এসে টাইম বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বোম ডিসপোজাল ইউনিটের বরাদ দিয়ে জানান, টাইম বোমা সাদৃশ্য বস্তুটি আসলে বোমা নয়। এটি দুটি পাইপের সাথে তার এবং ঘড়ি দিয়ে কচটেপে মোড়ানো হয়েছে। কেউ আতঙ্ক সৃস্টির জন্য এই ধরনের কাজ করতে পারে।
ওসি বলেন, কারা এই ধরনের কাজ করেছি তাদেরকে খোঁজা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ বড়গাছা মেসার্স কাজী টেডার্স এর সামনে খালেকুজ্জামানের বাড়ির পাশে পরিত্যাক্ত অবস্থায় বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় এলাকাবাসীরা। এসময় এলাকাবাসী জাতীয় হেল্প লাইন ৯৯৯ ফোন দেয়। পরে ৯৯৯ নাটোর সদর থানাকে অবহিত করলে পুলিশ গিয়ে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।