দুর্গাপুরে লড়ি-ট্রাক্টর চলাচলে সরকারি নির্দেশ উপেক্ষা জন দুর্ভোগ চরমে

জেলার দুর্গাপুর পৌরশহর দিয়ে বালুবাহী লড়ি-ট্রাক্টর গুলো নিয়মবেঁধে চলাচলের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ নির্দেশ অমান্য করে পৌরশহর দিয়ে অবাদে বালুবাহী লড়ি-ট্রাক্টর চলাচল করায় জন দুর্ভোগ চরম আকার ধারন করেছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষি জমিতে চাষ-আবাদের কাজে ব্যবহৃত প্রায় তিন শতাধিক লড়ি (ট্রাক্টর) অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন চালক দ্বারা, পৌর শহর দিয়ে পরিবহণ কাজে অবাদে চলাচল করছে। বেপরোয়া গতিতে চলাচল করায় হুমকিতে রয়েছে শহরের ব্যবসা-বানিজ্য। অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের সর্বস্তরের জনসাধারণ। অনবরত ভিজা বালু বহনের ফলে শহরের প্রায় সকল রাস্তাতেই কাঁদায় ভরা থাকে।
এতে নষ্ট হচ্ছে গ্রামীন অবকাঠামোর সকল রাস্তা ঘাট। প্রতিনিয়ত ঘটে চলছে ছোট- বড় দূর্ঘটনা। প্রায় সারারাত শহরের উপর দিয়ে লড়ি চলাচল করায় এর বিকট শব্দে রাতের ঘুম হারাম হচ্ছে এলাকাবাসীর। এ সকল বিষয় বিবেচনায় এনে এমপি মানু মজুমদার শহর দিয়ে ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিজাবালু বহনকৃত লড়ি-ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারবেনা মর্মে গত নির্দেশ দিলেও তা মানছেনা লড়ি-ট্রাক্টর চালকগন।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফারজানা খানম বলেন, সামনে ঈদুল আযহা, ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে আগামী কাল থেকে ভিজাবালু পরিবহন, অবৈধ লড়ি-ট্রাক্টর চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।