কুলাউড়ায় চাঁদা না দেওয়ায় দোকানে সন্ত্রাসী হামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কুলাউড়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর ও পিটিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। ঘঠনাটি ঘঠেছে গত ২১শে জুলাই উপজেলার বিছরাকান্দি এলাকায় দেশ অটোমোবাইলস এর শোরুমে। সন্ত্রাসীদের হামলায় শোরুমে কর্মরত ম্যানেজার গুরুতর আহত হয়েছেন। তাহাকে কুলাউড়া
উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তাহের আলী হামলার ঘটনায় ৪জনের নাম উলে-খসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৭) রানার রিকোভারী অফিসার পিতা- অজ্ঞাত সাং বর্তমানে পরিনগর রেল কলোনি, রাশেদ (৩০) পিতা- মোহাম্মদ আলী সাং- উত্তর জয়পাশা, জনি মিয়া (২৬) পিতা- অজ্ঞাত সাং জয়পাশা, রজত
দাস (৩৫) মা-মটরস সর্ব থানা কুলাউড়া, জেলা -মৌলভীবাজার। মামলা সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা ব্যবসায়ীর কাছে চাঁদা
দাবি করে আসছিল। এ ধারাবাহিকতায় গত ৮ জুন ৩০হাজার টাকা দাবী করে। প্রতি উত্তরে ম্যানেজার তাহের জিজ্ঞেস করে কিসের টাকা দিব, তখন সন্ত্রাসীরা বলে তোমার মালিকের জানা আছে বলিয়া ঐ দিন চলিয়া যায়। একই ভাবে গত ১৬ জুন বিকালে ২০ হাজার টাকা দাবী করে।
সর্বশেষ গত ২১ জুলাই বিকাল আনুমানিক ৫টায় মোস্তাফিজুর রহমানের হুকুমে শোরুমে প্রবেশ করে আমার নিকট ১ লক্ষ টাকা দাবী
করে। তাদের কথা মত টাকা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালি গালাজ করতঃ কিল,ঘুষি, মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। জনির হাতে থাকা ছুরি ম্যানেজার এর গলায় ধরে
সাথে থাকা ১৩হাজার টাকা এবং দুইটি মোবাইল ও ক্যাশে থাকা ৫০হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে তাদের শোর,চিৎকার শোনে
আশেপাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা চলে যায়।
সংবাদপ্রাপ্ত হয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই পরিতোষ এর নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ ফোর্স
ঘটনাস্থলে আসতে দেখে সন্ত্রাসীরা দ্রুত একটি সিএনজি চালিত অটোরিকশায় পালিয়ে যায়। সেখানে পুলিশের উপস্থিতিতে ম্যানেজার
কে গোডাউন থেকে আবদ্ব অবস্থায় উদ্বার করে পুলিশ।