১৮ জুলাই শনিবার করোনা সংক্রমণের প্রতিরোধে জেলা সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যাপিটেশন গ্রান্ট বে-সরকারী সুইহারী শিশু সদন, সুইহারী সদর, দিনাজপুর এর আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের এতিম শিশুদের পরিবার বর্গের জন্য ৫৪ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নভারা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মালতি কস্তা সিআইসি, সুইহারী শিশু সদন এর ইনচার্জ সিস্টার পারুল মূর্মূ সিআইসি।
উল্লেখ্য যে, মহামারি করোনাভাইরাস এর কারনে সবাই গৃহবন্দী দেশের বেশির ভাগ মানুষ দিনমজুর এসকল গরিব ও দিনমুজুর পেশাজীবিদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণ মুলক প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে।এরই ধারাবাহিকতায় জেলা সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যাপিটেশন গ্রান্ট বে-সরকারী সুইহারী শিশু সদন, সুইহারী, দিনাজপুর প্রতিষ্ঠানের এতিম শিশুর পরিবার বর্গের কথা চিন্তা করে এবংএতিম শিশু পরিবার বর্গের জন্য এই নগদ অর্থ প্রদান কার্যক্রম গ্রহণ করে।