বগুড়া জেলা প্রতিনিধি: সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, করোনা সংক্রমন প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, পাটকল বন্ধ না করা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করাসহ বিভিন্ন দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের সাতমাতায় এই অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রয়োজনে বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন শ্রমিকদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের দাবিতে- কেন্দ্রীয় কর্মসুচির অংশহিসাবে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়। বক্তারা কনেরানা টেস্টে বিনামুল্যে করার দাবী জানান। সাথে নাগরিক সকল সুবিধা প্রদানেরও দাবী করে। বাম নেতা আমিনুল ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এড. সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সিপিবি নেতা সন্তোষ কুমার পাল।