দেশের স্বনামধন্য ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেড বগুড়া
শাখা অফিসের স্থান পরিবর্তন করা হয়েছে। যাতায়াত এবং ব্যাংকের সেবা গ্রহীতাদের সুবিধার্থে ব্যাংকটির বগুড়া শাখা অফিস শহরের দত্তবাড়ি জামিল বিল্ডিং থেকে বগুড়া ঝাউতলা কবি নজরুল ইসলাম সড়কের আরভী প্লাজায় (২য় তলা) স্থানান্তরিত করা হয়েছে যেখানে শতভাগ সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই ভিন্ন আঙ্গিকে কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকারি মালিকানাধীন সোনালী, রুপালী, জনতা ও অগ্রণী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর প্রায় ৬৮ শতাংশ শেয়ারের এই ব্যাংকে
জনগণের জন্যে নানারকম আকর্ষণীয় স্কিম চালু করা হয়েছে। যার মাঝে উল্লেখযোগ্য, পদ্মা প্রতিদিন চলতি হিসাব যেখানে কাস্টমারের রাখা টাকায়
প্রতিদিন সর্বোচ্চ ৯ শতাংশ হারে মুনাফা প্রদান করা হচ্ছে, পি.বি.এল তিনগুণ বৃদ্ধি প্রকল্প হিসাবে সর্বনি¤œ ১০ হাজার টাকা থেকে শুরু করে তার গুণীতক যে কোন পরিমাণ কাস্টমারের জমাকৃত টাকায় ১১ বছরে ৩ গুণ বৃদ্ধিকরণ এবং জমাকৃত টাকার বিপরীতে ৮০ শতাংশ ঋণ সুবিধা প্রদান, মাসিক সঞ্চয় প্রকল্প হিসাব স্কিমে ৩,৫,৮ এবং ১০ বছরের প্রায় ১২ শতাংশ মুনাফা প্রদানের হারে
ডিপিএস এর সুযোগসহ রয়েছে সুপার বেনিফিট স্কিমসহ নানা সুযোগ সুবিধা। বগুড়া রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উক্ত ব্যাংকের গ্রাহক পরিমল প্রসাদ বলেন, পদ্মা ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক। এই ব্যাংকে প্রতিদিন তারা ব্যবসায়িক লেনদেন করেন সাবলীলভাবে এবং কোনরকম ভোগান্তি ছাড়াই। সেই সাথে বাজারের কাছাকাছি তাদের শাখা
অফিস স্থানান্তর করার সিদ্ধান্ত কে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে লেনদেনে এই জায়গায় আসার ফলে, সেই সাথে
ব্যাংকের এই ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতেও সার্বক্ষণিক ধরে রাখার আহব্বান জানান এই ব্যবসায়ী নেতা। পদ্মা ব্যাংক লি. বগুড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার সাদাত এর সাথে কথা বললে তিনি সকল ব্যবসায়ী এবং ব্যাংকের সেবা গ্রহীতাদের
তার শাখায় একটি বারের জন্যে হলেও পরিদর্শনে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে কাস্টমারের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষনের মধ্য দিয়ে তারা নিজেদের শতভাগ সেবা দিয়ে যাচ্ছেন এবং যার ধারা অব্যাহত থাকবে সর্বদা।