বিশ্বনাথ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবার পারিবারিক সবজি চায়ে প্রণোদনা দেয়া হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। উপজেলার ৮টি ইউনিয়নের ২৬৫টি কৃষক পরিবার পাচ্ছে এ সহায়তা। সম্প্রতি তাদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা কৃষি অফিস।কৃষি অফিস সূত্র জানায়, শীঘ্রই তালিকানুযায়ী তাদের প্রত্যেককে দেয়া হবে ১৪ প্রকার সবজি বীজ ও ১ হাজার ৯৩৫ টাকার চেক। পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে কৃষি প্রণোদনার আওতায় এ সহায়তা দেয়া হবে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সচেষ্ট রয়েছে সরকার। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রি-ধান- ৫২ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে তালিকাভুক্ত কৃষক পরিবার এ সহায়তা পাবে।