স্বাধীনতার মহানায়ক

হে প্রিয় দেশপ্রেমিক বন্ধু,হে প্রিয় স্বধীনতার মহানায়ক,
হে মানবতার রণাঙ্গনে যুদ্ধের ন্যায়পরায়ণ তরবারির আলোক,
অন্যায় অবিচার ও পুঁজিবাদ বিরোধী প্রতিবাদ পথিক
তুমিইতো সমধিকার সংগ্রামের মহাসৈনিক ও সাম্যনীতির ঝলক।
এক বিনয় আর্দশ ধারণকারী বর্ণহীন সভ্যতার রূপকার
তোমার অক্লান্ত কর্ম প্রচেষ্টার ফলাফলই এই স্বাধীন
বাংলাদেশ সবার।
সর্বদা নতুন নতুন চেতনা বিকাশে তুমি আধুৃনিক সমুজ্জ্বল।
তোমার প্রবাহমান সংগ্রাম ছিল এই জন্মভূমির বিজয় স্বাধীনতা উজ্জ্বল।
ধনী আর গরীবের মৌলিক অধিকারে সু-ষমবন্টন সাম্য
রিক্ত-বঞ্চিত ছোট-বড় সবাই যেন এক সারিতে দাঁড়ায় অনন্য।
আজ ক্রমশ তোমারা উত্তরসূরী ডিজিটাল যুগের বার্তা
আধুনিক সংযোগ প্রচেষ্টায় স্থিতি ও সভ্যতার জননী ও একতা।
তোমার চিন্তাশক্তি অনুসরণে আজও শুনি মানবতার কল্যাণ ধ্বনি-
সময়ের চাহিদার আবর্তন আর বিবর্তন প্রকাশে ও বিকাশ তুমি এক মহৎ গুণি।
হঠাৎ বিস্ময় বিপন্ন এক ক্লান্ত প্রভাতে ঘাতকের গুলির শব্দ শুনি!
মনে হয় ঘাতকরা জন্মভূমির বুকে বুলেট বিদ্ধ করলো অশনি,
আর রক্তে রক্তে লাল হলো গ্রাম নগর ও সমগ্র বাংলার মৃত্তিকা।
বেদনায় মলিন হলো বাংলাদেশ আর কেঁদে উঠলো
ইতিহাসের প্রান্তর অবাক,
তখন থেকেই তোমার রাজ্যে অসাম্যের শ্রেণিস্বার্থ অগ্নি
দেশদ্রোহী ও স্বধীনতা বিরোধী শত্রুরা মাথা তুলে দাঁড়লো নগ্ন।
শিল্প ও সম্পদের মুষ্টিমেয় টাকার দাসরা অর্থের পাহাড় গড়লো,
রক্ত শোষণকারীরা হীন দাপটে ইতিহাসকে বিকৃতি করতে করলো!
গরীব অসহায় ও নিপীড়িতরা অনাহার পিপাসায় কেঁদে উঠলো,
জীবনের গভীরে মৃত্যুর মহামারী অশুভ আর অকল্যাণ শুরু হলো,
সম্পদের দাস ও দানব প্রভুরা কঠিন অত্যাচারী হয়ে
উঠলো।
ক্ষুধার্তকে অগ্নীকুণ্ডে ফেলে আর্তনাদ শুনলো আর হাসলো!
তোমার সমধিকার শাসন ব্যবস্থার সাম্যনীতি এভাবেই পড়ে রইলো।
মাত্র কয়েকজন ধনীর হাতে পার্থিব সম্পদ জমা হলো
তারা নিজের স্বার্থে দেশ ও মানবতার সম্বলটুকু ছিনিয়ে নিতে লাগলো,
ভবিতব্য জাতি আসহায়ের মতো কাঁদতে লাগলো নিরুপায়-
সেই থেকে শুরু হলো আর চলতেই থাকলো অবিরাম
প্রতারণা চুরি ডাকাতি ও জনগণকে ফাঁদে ফেলে লুট কাম,
কিন্তু আমি আজও শুনি তোমার সৌন্দর্যের মহাভাষণ
দক্ষ কর্মের দ্বারা স্থাপিত দেশ ও জাতির সেবা কল্যাণ
আজও অত্যাচারের বিরুদ্ধ রুখে দাঁড়ায় তোমার অভিজ্ঞ আন্দোলন।
পরিণামে পুঁজিবাদ জুয়ারী ঘাতক ও শত্রুরা ধ্বংস হয় অপমান,
বুদ্ধিহীন মূর্খরা টাকার লোভে অবিশ্বাসী হয় দিকভ্রান্ত জীবন,
তারা জানে না অনাগত সময়ের ইতিহাস আর মহাকাল বিধান।
এখন সবাই জানে তুমিই জাতির প্রকৃত সেবক ও মহাদেশপ্রেমিক,
আর হাজার বছরের শ্রেষ্ট সন্তান ও স্বাধীনতার মহানায়ক।