পরাণের বধূ


এনামুল হক টগর

ভাঙনে বসত বাড়ি ভিটেহারা জীবন সংসার,
অভার অনটন অনাহারী আমি জীবন বাঁচার কর্মে গ্রাম ছেড়ে এসেছি বহুদূর।
পরবাসে বড় জ্বালা বধু কবে যে ফিরবো তোর ঘর,
সামনে সাগর দরিয়া অসংখ্য নদী নালা খাল বিল পাড়ি দিয়ে উঠবো তীর।
নদীতে তুখোর স্রোত তবুও বৈঠা হাতে যাত্রা করবো আমি আগামীকাল।
নিশি শেষে দিনের তাঁতানো রোদে সাগরের পূর্বাভাস গর্জন শুনি ঢেউ অকাল,
আমার নৌকা ছাড়ি বধু শেকড়ের টানে হয়তো প্রেমের বিশ্বাসে পৌঁছে যাবো তোর বাড়ি।
শ্যামল রমণী তুই বেহুলা ও মহুয়া সুন্দরীর দেশে মনে হয় অপরূপ এক কিশোরী !
নদী কুলে শিমুল ফোটে বাগিচায় রক্তজবা সেই যেন স্বরূপ ছেলেবেলা আমার।
চলতে চলতে দ্বিধাগ্রস্থ আঁধার রাতে কুল নাই কিনার নাই,
অনাহারী পুষ্টিহীন দেহ তোর মলিন দুঃখের জীবন চোখে ভাসে সর্বদাই,
চারিদিকে অরক্ষিত ফসলহীন ভূমিতে বেদনা মিশে আছে নিঃসঙ্গঁ জীবনের স্মৃতি!
জগত জুড়ে মহামারী দূর্ভিক্ষ মৃত্যু আর লাশের রাত্রি,
সময়ের দুরূহ সন্ত্রাস আশার স্বপ্ন ভাঙে আরো ভাঙে বাসনার নতুন সকাল প্রগতি।
গাঁয়ের অসৎ নেতা আঁধারে জাগে টর্চলাইট হাতে তার কৌশল ছলনার,
বুঝে না পেটের ক্ষুধা উঁকি দেয় পরের ঘরে লোভ ও কামনার অহংকার।
পাশের বাড়ির বউটি ঋণের বোঝায় গলাতে দড়ি দেয় মরণ ক্ষুধার সংসার।
আমি এক সাহসী অতন্দ্র প্রহরী নীল বিষে ক্ষত বিক্ষত আজন্ম শ্রমজীবী কর্মজীবী এক বীর!
যদি দুষ্কৃতিকারীরা আমাকে আক্রামণ করে তবে মরণ তার নীল বিষের আগুনে জর্জর।
কোন নতুন ঘাটে বা ওই পুরাতন বন্দরে তুমি দাঁড়িয়ে আছো দরদী ভালোবাসা আমার।
জানি একলাই প্রতিক্ষা করো তুমি কঠিন ব্যথা বুকে বিরহ বিচ্ছেদের জীবন!
বর্ষায় দরিয়া কাঁদে,দেহে কাঁদে যৌবন,বাসনায় কাম কাঁদে,প্রেমের দুটি নয়ন।
গতকালও নৌকা ডুবিতে মরেছে মানুষ সাগর ছিল প্রবল উত্তাল ভারী:
বহুদূর বাড়ি আমার গহীন বালুচর পাড়ি দেবো থৈ থৈ নীল জল সাগর।
ওই দূর সবুজ মাঠে রাখাল বাজায় বাঁশি মাছরাঙা ছোবল মাড়ে মাছ ধরে সে দৃশ্য দেখি,
যাত্রার দল গান গেয়ে বাড়ী ফিরে অথই দড়িয়া পাড়ি দেয় ভরানদীর স্রোত ভেঙে সখি।
ক্ষুধার পেট কাঁদে অসহ্য জ্বালা পরাণের বধু কাঁদে করুণ দুটি যন্ত্রণার রিক্ত আখী,
ওই দূর দেশে বসে গতকালও ভেবেছি আমি।
অমূল্য যৌবন তোর চাঁদের জ্যোৎস্না ভরা মাধুরী চন্দন ঘ্রাণে বড় দামী,
জমিনে বাহারী ফুল আর বাউরী বাতাসে ভাসে তোর জীবন যৌবন বাসনার শরীর!
পরাণ কাঁদে বধূ অভাব অনাহারে হয়েছি দূর পরবাসী তাই কষ্টে পুড়ে পুড়ে দেহটা হয়েছে অঙ্গার।
এমন করেই যদি কাটে সময় তবে জীবন যৌবন ক্ষয়ে ক্ষয়ে হবে তামাদী পতিত!
তখন কে দেবে ভালোবাসা তোরে?কে দেবে জীবন সংসার ও বাসনার সুমতি?
আর কে দেবে প্রেম তোরে আগামী নতুন বংশধর বিজ্ঞ জ্ঞানের উত্তরসূরী?
এবার আসলে বাড়ি পরাণ মাঝিরে তুমি বুকে রেখো বাঁধি হাজার হাজার বছর ধরী।