পাবনাকে এলাকা ভিত্তিক বিভিন্ন জোনে ভাগ করা হলো

পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে সারা দেশের মতো তিনটি জোনে রেড, গ্রীন ও ইয়োলো (লাল, হলুদ, সবুজ) ভাগ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল।

রেড জোনের মধ্যে আছে পাবনা সদর ও সুজানগর উপজেলা। এ দুটি উপজেলার সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের পরিমান রয়েছে। এই দুই উপজেলার বেশী সংক্রমিত গ্রাম, পাড়া ও মহল্লাকে পযায়ক্রমে লকডাউন করা হবে। এছাড়াও গ্রীন জোনে আছে বেড়া, সাঁথিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা। আর ইয়েলো জোনের মধ্যে রয়েছে ঈশ্বরদী, আটঘোরিয়া ও ভাগুড়া উপজেলা।
জনসংখ্যা অনুপাতে করোনা আক্রান্তের হার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল।

উল্লেখ্য, মঙ্গলবার পযন্ত প্রাপ্ত তথ্য মতে জেলার সদর উপজলোয় ১১২ জন, ঈশ্বরদীতে ১৬ জন, সুজানগরে ৩৩ জন, আটঘরয়িায় ১১ জন, সাঁথয়িায় ১৬ জন ও ভাগুড়ায় ১১ জন চাটমোহরে ০৫ জন, ফরদিপুরে ৪ জন এবং বেড়ায় একজন করোনা শনাক্ত হয়ছেনে।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১১ জন সুস্থ হয়েছেন। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। প্রায় সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।