শক্তি হারাচ্ছে করোনা ভাইরাস’

করোনা ভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং অনেক কম মারাত্মক হয়ে উঠছে বলে দাবি করেছেন ইতালির এক শীর্ষ চিকিৎসক।

ইতালিতে উত্তরাঞ্চলের লম্বার্ডির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের প্রধান আলবার্তো জাঙ্গরিল্লো বলেন, ‘বাস্তবে ভাইরাসের চিকিৎসার পরে সেই করোনা ভাইরাস এখন আর ইতালিতে নেই।’

তিনি আরএআই টেলিভিশনকে বলেন, ‘গত ১০ দিন ধরে সোয়াব পরীক্ষাগুলোতে যে পরিমাণ ভাইরাস দেখা গেছে তা এক মাস বা দুই মাস আগের পরীক্ষাগুলোর তুলনায় একেবারেই নগণ্য।’

ফেব্রুয়ারি থেকে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব প্রকাশিত হয়। এরপর সেখানে এই ভাইরাসের ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন। যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। মৃত্যু কমে আসায় দেশটির সরকার লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করে।

জাঙ্গরিল্লো বলেন, ‘কিছু বিশেষজ্ঞ সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ হওয়ার সম্ভাবনা সম্পর্কে খুব সতর্ক করেছিলেন। কিন্তু রাজনীতিবিদদের ছিল নতুন বাস্তবতা বিবেচনায় নেওয়ার।’

তিনি বলেন, ‘আমরা দেশের সাধারণ অবস্থায় ফিরে যেতে হবে। কাউকে দেশ থেকে আতঙ্ক দূর করতে দায়িত্ব নিতে হবে।’

তবে ইতালি সরকার করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়ার এ দাবি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছ, বিজয় ঘোষণা করতে অনেক দেরি আছে।