বগুড়ায় নতুন করে আরো ৮জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ৮জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরের ৪জন, সোনাতলার ২জন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে।আজ সোমবার রাত ৯টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আক্রান্তের মধ্যে সদরের ৪জনের মধ্যে ২জন নাটাইপাড়ার। একজন উপশহরের বাসিন্দা পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার। সোনাতলা দুইজনের মধ্যে একজনের বাসা পাকুল্লায়। তিনি রংপুর ফেরত। অপরজন আগুনেতাইর এলাকার।সারিয়াকান্দির একজন। তার বিস্তারিত জানা যায়নি।নন্দীগ্রামের এক নারী চিকিৎসক। তিনি শজিমেকে দায়িত্বে আছেন। লোকালি আক্রান্ত। আজ শজিমেকের ৯৪ ফলাফলে বগুড়ার ৭৬ (৮ পজিটিভ) বাকি ১৮ জয়পুরহাটের(সব নেগেটিভ)। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৭৯জন। সুস্থ- মোট ১৬জন। মৃত- মোট একজন। চিকিৎসাধীন আছে- মোট ১৬২জন।