সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধন

নাটোরের সিংড়া উপজেলায় ডাহিয়া গ্রামে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগে করেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মাছ মারা গেছে। রবিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামে বড়দিঘী নামক পুকুরে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত। রবিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। ভোরে সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুর মালিক আব্দুল মজিদ জানান, ‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। জীবনের মতো আমি পথে বসে গেলাম।
আল্লাহ তুমি বিচার করো।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, মাছ নিধনের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। যদি কেউ করে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।