‘এম এ আলিম আব্দুল্লাহ্ঃঃপাবনা চাটমোহরের অন্যতম বৃহৎ গ্রাম কাটাখালীর ছাত্র ও যুবসমাজের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘আলোকিত কাটাখালী’র উদ্যোগে রবিবার(২৪মে) বিকেল চারটার দিকে গ্রামের এক শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এরই মাধ্যমে শুভ সূচনা হয় ‘আলোকিত কাটাখালী’র। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, তেল ও সাবান। করোনা মহামারিতে গ্রামের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা যখন দিশেহারা, তখনই ঈদ কে সামনে রেখে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসে আলোকিত কাটাখালী। বহুদিনের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রম ও সাধনায় গড়ে ওঠে আলোকিত কাটাখালী। সম্পুর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কাটাখালী। এখানে দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যা বুদ্ধি, জ্ঞান, অর্থ, ও সময় দিয়ে সাহায্য করেছেন আমাদের সম্মানিত সিনিয়র মহোদয়গণ। আমি আলোকিত কাটাখালীর পক্ষ থেকে তাঁদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া এতদুর করতে পারা কোনোভাবেই সম্ভব ছিল না। এভাবেই এগিয়ে যাবে আলোকিত কাটাখালী। শুভকামনা জানবেন সবাই।।