বগুড়ায় পুলিশ-ডাক্তারসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ দ্রত গতিতে বেড়েই চলেছে। ১৮ মে সোমবার বগুড়া শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ায় নতুন করে ১০জন করোনায় শনাক্ত হয়েছেন।জানা গেছে,বগুড়ার কাহালু থানার একজন কনস্টেবল, বগুড়া মেডিকেল পুলিশ ফাড়ির একজন কনস্টেবল স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন। এছাড়াও বগুড়া জেলা কারাগারের একজন কারারক্ষী স্থানীয় ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে শেরপুরের এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শেরপুরের এক ক্লিনিকে চাকরি করেন। অপরদিকে বগুড়া শজিমেকের হৃদরোগ বিশেষজ্ঞ একজন রেজিস্ট্রার ডাক্তার রোগীর সংস্পর্শে আসায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র জানায় শিবগঞ্জ বিহারের একজন ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন এবং গাবতলীর সোন্দাবাড়ী এলাকার এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবেমাত্র ঢাকা থেকে বগুড়ায় এসেছেন। সারিয়াকান্দি নারচির এলাকার একজন। তিনি টংগী ফেরত। সেখানে তিনি পপুলারে চাকরি করেন। এছাড়াও বগুড়া সদরের দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ঢাকায় ইউনিলিভার কোম্পানীতে কাজ করেন। তিনিও গত কয়েকদিন আগে ঢাকা থেকে বগুড়ায় এসেছেন।এই নিয়ে বগুড়ায় মোট ৮৮জন আক্রান্ত।এদের মধ্যে ১১জন সুস্থ হওয়ায় এখন রইলো ৭৭জন।বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।