সাবেক ভূমিমন্ত্রী,পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি’র চেহলাম সীমিত পরিসরে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চলমান করোনা সংকটের কারণে ৪০ দিনে কোনো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়নি। তবে পরিবারের পক্ষ হতে ঈশ্বরদীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আর চেহলাম উপলক্ষে অসহায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রীপুত্র গালিবুর রহমান শরীফ প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, এখন দোয়া ছাড়া আর কিছু করার নেই।
প্রসঙ্গত: গত ২রা এপ্রিল ভোরে পাবনা-৪ আসনে পর পর পাঁচবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গলবার তাঁর মৃত্যুর ৪০ দিন অবিবাহিত হলো।