শনিবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় সারাদিন চলা এই বৃষ্টি থাকবে আরও দুই দিন। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন: শুধু ঢাকাতেই না, সারাদেশেই চলছে ঝিরঝির বৃষ্টি। আরও দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা শিলা বৃষ্টিও হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।