স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে এলে আগে পুলিশে জানান

ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে কেউ বা‌ড়ি‌তে এলে আগে তার পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে জনসাধারণকে।

পরিচয় নি‌শ্চিত হওয়া ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দিতে সতর্ক করা হয়েছে পু‌লিশ সদর দপ্তর থেকে।

এ জন্য ৯৯৯ এই নম্বরে বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ অফিসারদেরও একটি বার্তা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।