উজিরপুর উপজেলা প্রতিনিধিবরিশাল উজিরপুরে কালিহাতা গ্রামে ৬ মাস বয়সী এক শিশুর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ খবর ছড়িয়ে পরলে উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস ও মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় কালিহাতা গ্রামের রহিম ঘরামী, নুরু ঘরামী, ইসমাইল ঘরামী, মাছুম ঘরামীর পরিবার লকডাউন করা হয়।
জানা যায়,
রহিম ঘরামীর ৬ মাস বয়সী মেয়ে নাঈমা আক্তারের ২দিন ধরে অনবরত জ্বর ও
পায়খানার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে উজিরপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে শিশু নাইমা ও
তার মাতা মাহফুজা বেগমকে করোনা ইউনিটে রাখেন। শিশুটির নমুনা সংগ্রহ করে
করোনা সনাক্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা
হয়েছে।
পরীক্ষার ফলাফল পেলে শিশুটি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।