বীরগঞ্জে-ঢাকা নারায়নগঞ্জ থেকে আসা হোম-কায়ারেন্টাইনে থাকা ২০জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্ধেহে ৫ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করে ঢাকা প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আনোয়ার উল্যাহ জানান, উপজেলার বিভিন্ন গ্রামে ঢাকা নারায়নগঞ্জ থেকে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ীতে ফিরে আসা ঢাকা থেকে ২০ জনের নামের তালিকা পেয়ে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে খোজ-খবর নিয়ে জানতে পেরেছি, তাদের মধ্যে ৫ জন অসুস্থ্য রয়েছে। সেচ্ছায় হোম-কায়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের ১৩ মার্চ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছ্।ে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আনোয়ার উল্যাহ’র নেতৃত্বে মেডিকেল অফিসার ডাঃ মনোয়ারুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সাবুল ইসলাম ও এম্বুলেন্স চালক মোঃ মানিক করোনার নমুনা সংগ্রহ করেছেন । উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে জ্বর সর্দ্দি নিয়ে চিকিৎসা নিতে আসা ২ জন অসুস্থ্য রোগির নমুনা (স্যাম্পল) সংগ্রহ করে ঢাকায় পাঠানোর রির্পোট ন্যাগেটিপ পাওয়া গেছে ।