চাটমোহরের লক ডাউন গ্রাম কাটাখালী’র মানুষের পাশে নেই জন প্রতিনিধিরা

পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামটি লক ডাউন ঘোষণার পর থেকে এ পর্যন্ত কোন জন প্রতিনিধি এ গ্রামটি পরিদর্শন করেন নি। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ইউপি সদস্য ব্যতীত এ এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান দ্বয় এমনকি ইউপি চেয়ারম্যানও যান নি কাটাখালী গ্রামে। এই বিপদের সময় জন প্রতিনিধিরা পাশে না থাকায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, কাটাখালী গ্রামে মার্চ মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রায় ৬০ জন মানুষ কর্মস্থল থেকে নিজ বাড়িতে ফিরে। এ খবর দ্রæত ছড়িয়ে পরলে ২৬ মার্চ রাতে পুরো গ্রামটি লক ডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। গ্রামের প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়। কেউ যেন অযথা গ্রামে প্রবেশ করতে না পারে অথবা গ্রাম থেকে বাইরে যেতে না পারে এ জন্য সেখানে পালাক্রমে পাহাড়ায় থাকে গ্রাম পুলিশ। সার্বিক নিরাপত্তার লক্ষে গ্রামটিতে শুরু হয় পুলিশের টহল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান দুই শত পরিবারে কিছু সহায়তা সামগ্রী বিতরণ করেন। স্থানীয় বিত্তশালীরাও গরীব দুস্থ অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন।