খানসামায় করোনা সচেতনতায় পুলিশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরের খানসামায় জনসচেতনতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।

সরেজমিনে দেখা যায়, থানায় ঢুকতে মূল ফটকে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার টাঙ্গানো হয়েছে। এছাড়া হাট-বাজারে জনসমাগম কমাতে নিয়মিত মাইকিং,অভিযান পরিচালনা এবং দ্রব্যমূল্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল আর হোম কোয়ারান্টাইন থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজ-খবর রাখছে খানসামা থানা পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামাল হোসেন জানান, আতংকিত না হয়ে সকলকে নিজ বাসায় অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন,ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের সহযোগিতায় কড়া নজরদারী রয়েছে।