জাতীর জনকের জন্ম শত বার্ষিকীতে আলীকদমে নানা আয়েজন

আলীকদমে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনী, আলীকদম উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগের
উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ৯৭ পদাতিক ব্রিগেড ও আলীকদম সেনা জোনের
উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী। ৯৭ ব্রিগেডের কমান্ডার ব্রিগেড কমান্ডার এর নের্তৃত্বে মঙ্গলবার সকাল ৮ টায় র‌্যালিটি আলীকদম সেনানিবাসের প্রধান ফটক
থেকে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মাতামুহুরী ব্যারাকে গিয়ে শেষ হয়। এসময় তিনি আলীকদম উপজেলায় কর্মরত সংবাদিকদের সাথে চা
চক্রে মিলিত হন। এসময় বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক, পদস্ত কর্মকর্তা ও সৈনিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোকসজ্জা, , সকাল সকাল ৬ টায় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার,
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ৮ টায় র‌্যালী এবং র‌্যালী শেষে কে কাটা ও আলোচনা সভা।
এদিকে আলীকদম উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৬ মার্চ সকল সরকারী, আদা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন আলোকসজ্জাকরণ ও পরিষ্কার পরচ্ছন্নতা অভিযান, ১৭ মার্চ সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন,
সকাল ১০ টায় কেক কাটার মধ্য দিয়ে জাতীর জনকের জন্মশতবার্ষিকী ও জন্মদিন পালন, গাছের চারা রোপন, বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের জন্য সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায়
উন্নতমানের খাবার পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন।