টিস্যু ও হ্যান্ডওয়াস নিয়ে বাজারে ইউএনও

করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি ও আতংকিত না হওয়ার জন্য নাটোরের গুরুদাসপুরে হ্যান্ডওয়াস ও টিস্যু বিতরণ করেছেন ইউএনও মো. তমাল হোসেন।
শুক্রবার বিকেলে উপজেলা সদর, গুরুদাসপুর বাজার, চাঁচকৈড় বাজারসহ প্রায় ১০০টি হোটেল ও সেলুনে ওই হ্যান্ডওয়াস ও টিস্যু বিতরণ করেছেন তিনি। করোনা নিয়ে সচেতনতামূলক পরামর্শ দেন এই কর্মকর্তা।
ইউএনও তমাল হোসেন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হবেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সব সময় হ্যান্ডওয়াস দিয়ে হাত ধৌত করবেন এবং পরিষ্কার টিস্যু দিয়ে মুছবেন।