নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের নিষিদ্ধ পলিথিন বিক্রি ও দ্রব্যের মোড়কে মূল্য
না থাকায় নয় ব্যবসায়ীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দোকানগুলো থেকে সাড়ে চার কেজি পলিথিন জব্দ করা হয়। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহেল
রানা এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের কর্মকর্তারা উপজেলা সদরের মধ্যবাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম। পলিথিন বিক্রির অভিযোগে দ-িত ব্যবসায়ীরা হলেন রণেশ গোপ, গোবিন্দ গোপ ও সমীরণ
সরকার। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর ভোক্তা অধিকার
আইন লঙ্ঘনের দায়ে রফিক স্টোরকে ৫ হাজার, প্রদীপ স্টোরকে ২ হাজার, বিসমিল্লাহ
স্টোরকে ৩ হাজার, রতন স্টোরকে ৫ হাজার, উৎপল স্টোরকে ৩ হাজার ও তরিক স্টোরকে ৫
হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মো. সোহেল রানা জানান, ‘বারবার
সতর্ক করার পরও দোকানদাররা নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং বিক্রি করছিলেন।
‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’ এর বিধান লঙ্ঘনের অপরাধে তাদের জরিমানা করা হয়।