সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে নারী সমাবেশে -সাংসদ আব্দুল কুদ্দুস

“প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে নারী সমাবেশ। বৃৃৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রায় ৫০০ জন নারী অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলাম, ইউএনও তমাল হোসেনের সহধর্মীনি বিশিষ্ট কৃষিবিদ জান্নাতুল মাওয়া প্রেমা, অফিসার ইনচার্জের সহধর্মীনি মাকসুদা পারভিন, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মোজাম্মেল হক, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের প্রভাষক মোঃ মাজেম আলী মলিনসহ প্রমুখ।

নারীদের উদ্দেশ্যে সাংসদ আব্দুল কুদ্দুস বলেছেন, সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। নিজের অধিকার নিজেরি প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। আপনারা আপনাদের ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করুন। তারা যেন দেশের কল্যানে কাজ করতে পারে।