প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আজ বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বরে (মাদ্রাসা মোড়) এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। বিভিন্ন সরকারী অফিসসহ বিভিন্ন অফিসে তারা কর্মকর্তার দায়িত্ব পালন করছে। নারীরা মুজিব বর্ষ উপলক্ষে নানা কর্মসুচি পালন করছে। তাদের অংশগ্রহণ ব্যতিরেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।