খাজানগর দরবার শরিফে মহা পবিত্র ওরশ শরীফ মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা ঃ সোমবার বাদ আছর বলরামপুর খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে নূর মুহাম্মদ আজাদ খান চিশতীর সভাপতিত্বে সুলতান হিন্দি, গরীবে নেওয়াজ, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আল হাসান সাঞ্জারী আল আজমেরী (রাহ:) স্মরণে মহা পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওরশ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন ভারতের ফুরফুরা শরীফ হতে আগত আওলাদে মোজাদ্দেদে জামান, হযরত পীরজাদা মাওঃ সানাউল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফশীর পেশ করেন হযরত
মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন মাছুমপুরী ছাহেব, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ মশিউর রহমান ছাহেব, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুহাঃ রবিউল ইসলাম জিহাদী ছাহেব, চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুহাঃ ইব্রাহিম খলিল ছাহেব। মাহফিল পরিচালনা করেন হযরত মুহাঃ হাবিবুর রহমান ওয়ারেসী পীর কেবলা ছাহেব। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন ইন্ট্রাফুড লিমিটেড এর জিএম মুক্তার হোসেন, কমার্শিয়াল ম্যানেজার ফারুক হোসেন, কমার্শিয়াল অফিসার আনোয়ার হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের অসংখ্য খাদেম। মাহফিলে পাবনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল।