কোলকাতার ট্যুরিস্ট সংগঠন ‘চলো যাই’ এর একটি দল

বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী কবি বিজয়গুপ্তের মনসা মন্দির
পরিদর্শন করেন ট্যুরিস্ট সংগঠনের ‘চলো যাই’ কোলকাতার বিভিন্ন
শহর থেকে আসা ৪০ জনের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার দুপুর ১২টায় তারা উপজেলার গৈলায় অবস্থিত কবি বিজয় গুপ্ত
প্রতিষ্ঠিত ৫শ’ ২৫ বছরের পুরনো মনসা মন্দির পরিদর্শন করেন।
এসময় কোলকাতার বেহালা শহরের শান্তনু কুমার মুখার্জী, মেদিনীপুর শহরের রামপদ সামন্ত, দমদম শহরের রেনুকা ঘোষ, অনিল চন্দ্র রায় পরিদর্শন
বইতে স্বাক্ষর করেন। এসময় মনসা মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার ও কাজল দাশগুপ্ত উপস্থিত ছিলেন। ট্যুরিস্ট সংগঠনের লোকজন
উপমহাদেশের প্রাচীণ ও ঐতিহ্যবাহী মন্দিরটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।