গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের কানিশাইলে (বড়বাড়ি) এবিকে চৌধুরী চ্যারিটেবল হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল ভবণে এ চক্ষু ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্থানের প্রায় ৫শ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ, ঢাকাদক্ষিণ ইউপি’র চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, এবিকে চৌধুরী চ্যারিটেবল হাসপাতালের পরিচালক ছয়েফ আহমদ চৌধুরী।
ফ্রি চক্ষু শিবিরে আগত রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদান করতে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জান্নাতুল ফেরদৌস, সজল দেব, প্রোগ্রাম অর্গনাইজার মোহাম্মদ পিংকু আব্দুর রহমান, অটি সহকারী বিশ্বজিৎ কর বিশু, শুধাংশ মল্লিক। এছাড়াও চক্ষু শিবিরে আগত সকল রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরন ও ৬০ জন রোগীকে চোখের পরীক্ষা-নীরিক্ষা শেষে বিনামূলে চশমা প্রদান করা হয়। এসময় ১৯ জন ছানি রোগী বাছাই করে তাদের বিনা মূল্যে অপারেশন করতে প্রস্তুত করা হয়।