লালমনিরহাটের দ্বিতী তিস্তা সেতু ও ধরলা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের দাবীতে শনিবার ২৯ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন করেছে মটর মালিক সমিতি। দুপুর সাড়ে ১১টায় সমিতির হলরুমে এই করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা, বলেন, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর কাকিনা হয়ে রংপুর যেতে মহিপুর ঘাটে দ্বিতীয় তিস্তা সেতু ও লালমনিরহাট সদর থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতু উদ্ধোধন করেন প্রধান মন্ত্রী। ওই সেতুর উপর দিয়ে কোন বাস মিনিবাস চলাচল করছে না। অনেকবার দফায় দফায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ও মৌখিক ভাবে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাই ওই সেতুর উপর দিয়ে বাস মিনিবাস চলচলের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন। আগামী ৩১ মার্চ তারিখের মধ্যে এদাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনিদ্রিষ্ট কালের ধর্মঘট ডাকার হুশিযারী দেন মালিক সমিতির নের্তৃবৃন্দরা। সমিতির সাধারন সম্পাদক সিরাজুল হকের নের্তৃত্বে বক্তব্য পাঠ করেন যুগ্ন সাধারন সম্পাদক। উপস্থিত ছিলেন শফিকুল ইসলামসহ মটর মালিক সমিতির নের্তৃবৃন্দ।