পাবনার চাটমোহরে টেলিকম ব্যবসায়ী সমিতি’র ‘প্রথম বার্ষিক সাধারণ সভা ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিন ব্যাপী চাটমোহর পৌর সদরের কালীসাগড় পাড়ে নির্মিত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর টেলিকম ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং মো: আব্দুল হাই ও মো: ফজলুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভা’র প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন সমিতি’র সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা।উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হাসাদুল ইসলাম হীরা, সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, থানা অফিসার ইনচার্জ সেখ মো: নাসীর উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো: নাজিম উদ্দিন মিয়া, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেনারেল ম্যানেজার (এমএস) মো: রেজাউল করিম, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেন রকেট লিমিটেড-এর পরিবেশক মো: মহরম হোসেন, টেরিটরি অফিসার মো: ফরিদ আহম্মেদ, নগদ লিমিটেড-এর টেরিটরি অফিসার মো: ইমরান হোসেন, শিওর ক্যাশ লিমিটেড-এর পরিবেশক মো: মাহবুব আলম, টেরিটরি অফিসার মো: আসমাউল হোসাইন, গ্রামীণফোন-এর পরিবেশক মো: আরমান আহম্মেদ (বাবু ফকির), টেলিটক লিমিটেড-এর টেরিটরি অফিসার মো: ইসমাইল হোসেন মিঠু প্রমূখ।মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সদস্যগণের সমস্যা ও প্রশ্ন নিয়ে বিভিন্ন কোম্পানী প্রতিনিধিদের সাথে বৈঠক, কার্যনির্বাহী কমিটি’র নেতৃবৃন্দের বক্তব্য এবং সবশেষে সদস্যগণের মধ্যে লাকীকূপন ড্র’ ও পুরস্কার বিতরণ করা হয়।সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সমিতি’র প্রায় ৪ শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।