নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৭টি তামার কয়েল, একটি হলুদ রংয়ের কাটার, একটি প্লাস্টিকের পাইপ( বৈদ্যুতিক ফেইজ ফেলার কাজে ব্যবহৃত), ২টি লোহার রড, দড়ি ও তার জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন। গ্রেফতারকৃতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুনপাড়ার মৃত বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা(২৭), মোবারক হোসেন (২৪), দক্ষিণ মাসুমপুরের মৃত আকব্বর আলীর ছেলে ও পিকআপ চালক লিটন (৪৫), চাটমোহর উপজেলার খৈরাস দক্ষিণপাড়ার শাজাহান মৃধার ছেলে আলতাব মৃধা(৩০), পাবনা সদর উপজেলার কামারগাঁ মালঞ্চী গ্রামের নবাব আলীর ছেলে হেলাল (২৮), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাতী গ্রামের আঃ হামিদ শেখের ছেলে হাফিজুর রহমান (২৭), গাজীপুরের জয়দেবপুর থানার মীরের গাঁও এলাকার চাঁদ মিয়া ব্যাপারীর ছেলে জামির হোসেন (৩৬)।
পুলিশ সুপার মারুফাত হোসাইন আরো জানান, নাটোরের বড়াইগ্রামে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিষয়ে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। এসময় রাজশাহীর দিক হতে একটি নীল রংয়ের পিকআপ গাড়িতে সন্দেহজনক বস্তু নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ীটিকে থামানোর জন্য পুলিশ সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ৭জনকে আটক করতে সক্ষম হলেও ৩জন ব্যক্তি পালিয়ে যায়। পরে পিকআপসহ চুরির বিভিন্ন আলামত জব্দ করা হয়।
