ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ছাহেবের আহবানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্দ্যোগে কুখ্যাত নেতানিয়াহুর ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল টাউনহল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ, মানবন্ধন ও কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে বক্তাগণ ফিলিস্তিনে বর্বরোচিত হামলা, গণহত্যা, শিশু হত্যা, আশ্রয়কেন্দ্র, মসজিদ ও হাসপাতালে বোমা নিক্ষেপ করে মুসলিম নিধন করার জন্য নেতানিয়াহুকে দুনিয়ার সবচেয়ে ঘৃনিত, কুখ্যাত, কুলাঙ্গার ও অত্যাচারী হিসেবে গণ্য করা হয়।
এছাড়াও অত্র সমাবেশ থেকে যুদ্ধ বিরতির নামে অশুভ পরিকল্পনা করে নিরীহ মানুষ হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করা, ইসরাইলি পন্য বর্জন করা, এ মূহুর্ত থেকে যুদ্ধ বন্ধ করা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘকে উদাত্ত আহবান জানানো হয়। একই সাথে অভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমগ্র বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানানো হয়।
বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লা (মহাসচিব) ড. সাইয়েদ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়ার মুদীর মুফতি মোঃ মাহমুদুম মুনীর হামীম, সিনিয়র নায়েবে নাজেমে আ’লা মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মুফতি মোঃ দেলওয়ার হোসেন, বাঘিয়া আল-আমিন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব খান, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মোঃ আবু ওয়াক্কাস, বাংলাদেশ যুব হিযবুল্লাহর বরিশাল জেলার আহবায়ক মাওলানা মোঃ শিহাবুদ্দীন, মাওলানা মোঃ সুলতান মাহমুদ প্রমুখ
