ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আজ ১২ এপ্রিল শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে ছারছীনার পীর ছাহেব বলেন- গত ৯ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে দেশের মাদ্রাসা সমূহে দুইদিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ পালনের নির্দেশনা জারী করেছে। এটা শতকরা ৯০% ভাগ মুসলমানদের দেশে খুবই দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
যেখানে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। তাদের দ্বারা হিন্দুদের পূজা পার্বন করানো ও অমার্জনীয় অপরাধ।
আমি অবিলম্বে এই এ নির্দেশনা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি এবং এটি অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের আশু সুদৃষ্টি কামনা করছি।