কিশোরগঞ্জ তাড়াইল পংপাচিয়া গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্টের ম্যাচের আয়োজন

মজিবুল হক চুন্নু ,তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ তাড়াইলে পংপাচিয়া গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আয়োজন করা হয়েছে।

অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে খেলা শুরু হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়েশা মেমোরিয়াল ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান তাড়াইল উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সামির হোসেন সাকি মহাজন।

আরো উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার আলম সাবেক চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির যুবদলের যুগ্ন আহবায় মোঃ আতিকুর রহমান লতিফ

এছাড়াও উপস্থিত ছিল উপজেলা বিএনপির অন্যান্য নেতা কর্মী বৃন্দসহ

তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও গ্রামের হাজার হাজার দর্শক বৃন্দ।

উক্ত খেলা সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে আয়োজন করার জন্য তাড়াইল সদর ইউনিয়নে পংপাচিয়া গ্রামের ছাত্র, যুবক তরুণদেরকে ধন্যবাদ জানান, তাড়াইল উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন লিটন মহাজন এবং প্রতি বছর যাতে এরকম বল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

যুবক ও তরুণদের উদ্দেশ্যে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজনের জন্য সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকার করেন।