লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ভ্যান চালক সুকুমার (৩০) কে গলাকেটে হত্যার ঘটনায় ২জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিং মারফত বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান।
আটককৃতরা হলেন উপজেলার সিরাজীপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে জাহিদ হাসান জিহাদ (২৭) ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঈগল ব্যাটারী হাউজের মালিক পানসিপাড়া গ্রামের শহিদুল্লাহ মন্ডলের ছেলে মোঃ আরিফ হোসেন (৩৪)।
প্রেস ব্রিফিং সূত্রে জানাযায় আটককৃত জাহিদ হাসান জিহাদ তার বাড়ির সামনে চায়ের দোকানে চা বিক্রয়ের পাশাপাশি মাদক বিক্রয় করতেন। নিহত সুকুমারের চার্জার ভ্যান থাকায় তাকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহার করতেন জিহাদ। সুকুমারের নিকট থেকে মাদক বিক্রয়ের পাওনা টাকাকে কেন্দ্র করে জিহাদ উপজেলার গোপালপুর বাজার থেকে সুকুমারের ব্যাটারি চালিত চার্জার ভ্যানে উঠে কৌশলে চামটিয়া দীঘাপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে নিহত সুকুমারের ভাই জীবন কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর হত্যার কারণ ও হত্যাকারীদেরকে সনাক্তকরণে পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহয়তায় গতকাল রাতে জিহাদ হাসান জাহিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। জিহাদের দেওয়া তথ্য মতে দক্ষিণ লালপুর কলোনীপাড়া শ্রীকান্ত এর বসত বাড়ির পূর্ব পাশে ফাঁকা জায়গা পরিত্যাক্ত অবস্থায় নিহত সুকুমারের ভ্যান ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঈগল ব্যাটারী হাউজ থেকে ভ্যানের ০৪টি ব্যাটারী উদ্ধারপূর্বক জব্দ করেন এবং ব্যাটারি হাউজের মালিক আরিফ হোসেনকে গ্রেফতার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
