পাবনার চাটমোহর উপজেলা পরিষদের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বয়ষ্ক, অস্বচ্ছল প্রতিবন্ধী ও বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ভোগী বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারী বিলচলন ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় বয়ষ্ক,প্রতিবন্ধী,বিধবা ভাতা যাচাই বাছাই কমিটির সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, কমিটির সহ সভাপতি ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার মোঃ হাফিজ আহম্মেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজাউল করিম, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা যু্বলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ০৩ মার্চ গুনাইগাছা, ১১ মার্চ চাটমোহর পৌরসভা, ১৮ মার্চ নিমাইচড়া, ১ এপ্রিল মথুরাপুর, ১৫ এপ্রিল ডিবিগ্রাম, ২৭ এপ্রিল হরিপুর, ৩ মে মূলগ্রাম, ৫ মে ফৈজানা, ১৭ মে পাশর্^ডাঙ্গা, ২ জুন হান্ডিয়াল ও ১৫ জুন ছাইকোলা ইউনিয়নের ভাতাভোগী যাচাই বাছাই করা হবে।