মৌলভীবাজারে ৪ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজার কৃষি অধিদপ্তর ও জেলা
প্রশাসনের যৌথ আয়োজনে ৪ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে। এ উপলক্ষ্যে আজ ২৪ ফেব্র“য়ারী সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে মেলা চত্বরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন-মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,
পৌর মেয়র ফজলুর রহমান, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিছবাউর রহমান, কৃষকলীগ জেলা সভাপতি জমশেদ মিয়া ও কৃষি সম্পসারন অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী প্রমূখ। মেলায় মোট ২০টি
বিভিন্ন ধরণের প্রদর্শনী স্টল রয়েছে। মেলা ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।