গ্রাম বাংলার অতি পরিচিত গাছ গুলোর মধ্যে একটি নাম লাটিম গাছ। এর কাঠ সাধারণত জ¦ালানী হিসেবে ব্যবহৃত হয়। আসবাব পত্র তৈরীতে লাটিম গাছের ব্যবহার নেই বললেই চলে। এ গাছের অর্থনৈতিক গুরত্ব খুব একটা নাই বলে অবহেলা অনাদরে বেড়ে ওঠে। সৌন্দর্য বর্ধক গাছের কাতারেও পরে না এটি। জৈষ্ঠ আষাড় মাসে গাছে গাছে শোভা পায় ঝোঁপা ঝোঁপা লাটিম। কাঁচা নরম লাটিমের মধ্যে বাঁশের শলাকা ঢুকিয়ে গ্রামের ছেলে মেয়েদের পথে ঘাটে লাটিম ঘুড়াতে দেখা যায়। এটি শিশু মনের খোরাক যোগায়। তবে ফাল্গুনে লাটিম গাছ গুলো যখন ফুলে ফুলে ভরে ওঠে তখন তার সৌন্দর্য্য সব বয়সী মানুষের মনকে করে আন্দোলিত। লাটিম ফুলের ছবিটি পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকা থেকে তোলা।