গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, পুলিশ হবে জনবান্ধব। পুলিশের কাছে এসে কেহ হয়রানীর শিকার হলে ছাড় দেয়া হবে না। মানুষ যাতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে সে ব্যাপারে পুলিশের শক্তিশালী ভূমিকা থাকতে হবে। মাদক ও সন্ত্রাসীদের কোন ভাবে ছাড় দেয়া হবে না। মাদক এমনি একটি অভিশাপ কোন পরিবারের একজন মাদকাসক্ত হলে পুরো পরিবারই অভিশাপে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের সকলের উচিৎ নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়া। এসময় তিনি বলেন সন্ত্রাস নির্মুল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজের ভূমিকা থাকতে হবে। পুুলিশ এবং জনগন এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিলে সন্ত্রাসীরা কোন ভাবে রেহাই পাবে না। আমাদের সকলের কাম্য একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে পুলিশ ও জনগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাদের মূলোৎপাটন করতে সবাই এক হয়ে কাজ করার জন্য তিনি আহবান জানান।
গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তদন্ত কেন্দ্রে মাদক ও সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদ উল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ সাদিদ, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ, কবি ও লেখক আলীম উদ্দিন বাবলু, সমাজসেবী, নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।