আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির উপজেলার সান্তাহার এলাকার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। গত মঙ্গলবার ও পরদিন গতকাল বুধবার বিকেল পর্যন্ত আদমদীঘির ডালম্বা গ্রাম পর্যন্ত ৫ শতাধিকের অধিক পাকা ও আধা পাকাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ছিলেন আব্দুল লতিফ খান। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ সহযোগিতায় ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানাযায়, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের আওতায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের জায়গা কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ ভাবে জবর দখল করে পাকা, আধাপাকা ও টিনসেট স্থাপনা নির্মান করেন। এতে সড়কে যানজট ও দুর্ঘটনা বেড়েই চলছিল। বগুড়া সড়ক ও জনপদ বিভাগ ইতিমধ্যে সড়কের দু‘পাশের অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ৩ ফেব্রুয়ারীর মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য মাইকিং করে প্রচারনা করেন। নির্ধারিত সময়ে অবৈধ স্থাপনা অপসারণ না হওয়ায় গত মঙ্গলবার সকালে আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকারোড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দিনে দুটি পেট্রোল পাম্পসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরদিন গতকাল মঙ্গলবার (৫জানুয়ারী) মহাসড়কের ডালম্বা গ্রাম পর্যন্ত ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হয়। এদিকে আদমদীঘি সদর পশ্চিম ব্রিজ ও বাসস্ট্যান্ড এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান।
