সংবাদ সম্মেলনে যুবদল নেতাদের দাবি বড়াইগ্রামে আওয়ামীলীগকে পুনর্বাসন করছেন স্বেচ্ছাসেবক দল নেতা

নাটোর প্রতিনিধি
বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সংঘর্ষের ঘটনায় উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান আওয়ামীলীগকে পুনর্বাসন করছেন বলে সংবাদ সম্মেলন করে দাবী করেছেন বিএনপি নেতারা। বুধবার উপজেলার কয়েন বাজারে নগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আরশেদ আলী সরকার, বিএনপি নেতা সাইদুর রহমান, নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, ছাত্রদল সভাপতি তৌবাদ মন্ডল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে যুবদলের সভাপতি আতাউর রহমান বলেন, গত রোববার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। মূলত আওয়ামীলীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কালে ছাত্রলীগের দুই কর্মীকে যুবদল ও ছাত্রদল কর্মীরা পুলিশের সোপর্দ করে। তারই জের ধরে মিজান তার পরিবারের সদস্যসহ আওয়ামীলীগের কয়েকজনকে নিয়ে অফিস বানানোর নামে বিতর্কে লিপ্ত হয়। পরে বাজার কমিটি ও বিএনপির জৈষ্ঠ্য নেতারা উভয় পক্ষকে সরিয়ে দেন। কিছুক্ষণ পরে মিজান আওয়ামীলীগের সন্ত্রাসী নিয়ে রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। মিজানুর রহমান আওয়ামীলীগকে বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা করার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
তবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান আওয়ামীলীগকে পুনর্বাসনের অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই বিগত দিনে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যানের সাথে প্রকাশ্যে বিভিন্ন কর্মকান্ড করেছেন, যার অসংখ্য ছবি রয়েছে। মুলত যুবদল সভাপতি আতাউর নিজের অপকর্ম ঢাকতে এসব কথা বলে বেড়াচ্ছেন। আমরা কয়েন বাজারে দলীয় অফিস করতে গেলে তারা আমাদের উপর হামলা করে।