পাবনার পাকশি ট্রানজিট গোডাউন থেকে নিম্নমানের ইউরিয়া সার কিনতে বাধ্য করা ও হয়রানির প্রতিবাদে নাটোর,পাবনা ও সিরাজগঞ্জরে ডিলাররা সার উত্তোলন বন্ধের ঘোষনা দিয়েছে।বুধবার বিকালে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ ফার্টিলাইজার এসোসিয়েশনের
সভাপতি আবুল কালাম আজাদ এ ঘোষনা দেন।এর পরও সুরাহানা হলে উত্তরাঞ্চলের সকল ডিলার সার উত্তোলন বন্ধ করে দেবে বলে জানান তিনি।ব্যবসায়ীরা অভিযোগ করেন,নাটোরে বাফা গোডাউন থাকা সত্বেও পাকশি ট্রানজিট গোডাউনে মজুদ ৮ বছরের পূরোনো জমাট বাঁধা নিæমানের সার উত্তোলনে বাধ্য করছে কর্তৃপক্ষ।না হলে নানা ভাবে হয়রানি করা হচ্ছে।এর ফলে প্রতারিত হবে কৃষকরা।সংবাদ সম্মেলনে নাটোর বাফা সভাপতি আব্দুস সালাম সহ উত্তরবঙ্গের ৮ জেলার বাফা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।