পাবনায় গবাদিপশু ও মুদি সামগ্রী দিয়ে ২২ ভিক্ষুককে পূণর্বাসন

পাবনার সাঁথিয়া উপজেলায় গবাদিপশু ও মুদি সামগ্রী দিয়ে ২২ ভিক্ষুককে পূণর্বাসিত করা হয়।

বুধবার (১২’ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে ২১টি গাভী ও ১জনকে মুদি দোকান ঘরের ব্যবসা পরিচালনার সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। ভিক্ষাবৃত্তি ছেড়ে তাদের সাবলম্বী করতে এ উদ্যোগ গ্রহন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালেক, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন, জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।

এছাড়াও বিকালে সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।